শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ শেষে উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক লিটন দাস সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিলেন। বিশেষ করে সাইফ হাসানের পারফরম্যান্স নিয়ে তার কণ্ঠে ভরসা ও আস্থার সুর ছিল স্পষ্ট। লিটন বলেন, “সাইফের চরিত্র আমি জানি, সে রান তুলতে পারে এবং বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে। আমরা সবাই জানতাম, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে সে ভালো করবে।” বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে ২৩ রানের ইনিংস খেলে তিনি হয়ে গেছেন বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক। এতদিন এ কৃতিত্ব ছিল সাকিব আল হাসানের। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তবে লিটন ও সাইফ হাসানের ৫৯ রানের জুটি দলকে চাপে পড়তে দেয়নি। লিটন খেলেন ১৬ বলে ২৩ রান, আর এই রানেই তিনি ছাড়িয়ে যান সাকিবকে। এখন পর্যন্ত লিটনের সংগ্রহ ১১৪ ম্যাচে ১১২ ইনিংসে ২৫৫৬ রান। গড় ২৩.৮৮, হাফসেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯ এবং সর্বোচ্চ স্কোর ৮৩। সাকিবের সংগ্রহ ছিল ২৫৫১ রান ১২৯ ম্যাচে। ম্যাচ শেষে অধিনায়ক সতীর্থদের প্রশংসায় ভাসান। মুস্তাফিজুর রহমানের ১৯তম ওভার ও তাসকিন আহমেদের শেষ ওভারকেই ম্যাচের মোড় ঘোরানোর মুহূর্ত হিসেবে তুলে ধরেন তিনি। সাইফ হাসানের ব্যাটিং চরিত্র নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেন লিটন। তার মতে, সাইফ রান তুলতে পারে এবং দলের জন্য ম্যাচ জেতাতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এনে দিয়েছে নতুন অধ্যায়। কারণ সাকিব অবসরে যাওয়ার পর এখন লিটনের সামনে রয়েছে আরও কয়েক বছর খেলার সুযোগ। ফলে তিনি নিজের রেকর্ড আরও অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগ রাখেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামগ্রিক তালিকায় লিটনের অবস্থান এখন ১৯তম। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা, যার সংগ্রহ ৪২৩১ রান।