রিপোর্ট: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২০ অক্টোবর ২০২৫) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রেই অংশ নিতে হবে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের। তবে নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনধারী, যারা ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালে পরীক্ষা দিতে পারবে। তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে বিবেচনা করা হবে না। অন্যদিকে, ২০২১-২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, কিন্তু একটি বিষয়ে অকৃতকার্য, তারা চতুর্থ বিষয় বাদে বিশেষ বিবেচনায় এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০২৫ সালের সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ এবং জিপিএ–৫ না পাওয়া পরীক্ষার্থীরাও রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। তবে, তাদেরও পরীক্ষা দিতে হবে ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাসে। বোর্ড জানিয়েছে, অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আগে উত্তীর্ণ বিষয়ের জিপিএ সংরক্ষিত থাকবে এবং নতুন পরীক্ষার ফলের সাথে যোগ করে চূড়ান্ত জিপিএ নির্ধারণ হবে। ২০২৫ সালের এক থেকে চার বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৬ সালে পরীক্ষায় অংশ নিতে পারবে। আবেদন করতে হবে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছে, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে। সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার এডুকেশন বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিটি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দেবে। কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে এবং হাতে লেখা নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। ফরম পূরণের ফি বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী পরিশোধ করতে হবে। এই নির্দেশনার ফলে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রক্রিয়া আরও স্পষ্ট ও নির্ধারিত হলো। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।