আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন একের পর এক সংলাপে বসছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। এই ধারাবাহিকতায় আগামী রবিবার আরও ১২টি দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, ১৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), এবং বাংলাদেশ জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বৃহস্পতিবার আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর অভিমত, পরামর্শ ও দাবিগুলো সরাসরি শুনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। নির্বাচন কমিশনের এই সংলাপের মধ্য দিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক পরিবেশ আরও সহনীয় ও গণতান্ত্রিক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে আসছে, যাতে নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে দলগুলোর সুপারিশ ও মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা যায়।