ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এটি সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। গত ৫ জানুয়ারি আপিল বিভাগের ওই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরই কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায় এবং সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে বলে জানায়। গত বছর সেপ্টেম্বর মাসে সংসদীয় আসন পুনর্বিন্যাসের মাধ্যমে পাবনা-১ এবং পাবনা-২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু এই সীমানার বৈধতা নিয়ে বেড়া ও সাঁথিয়া উপজেলার কিছু বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন এবং আদালত কিছু পরিবর্তন নির্দেশ দেন। এরপর ইসি সংশোধিত গেজেট প্রকাশ করলেও সেটির বিরুদ্ধে আপিল বিভাগে মামলা হয়। আপিল বিভাগ ৫ জানুয়ারি দেওয়া রায়ে ইসির সংশোধিত গেজেটের কার্যকারিতা স্থগিত করে, যা নির্বাচনের স্থগিত কারণ হিসেবে কাজ করেছে। ইসির কর্মকর্তারা জানান, বাগেরহাট ও গাজীপুরের সীমানা সংক্রান্ত মামলার মতো পাবনা-১ ও ২ আসনের সীমানা সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের আগেই সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করায় আইনি জটিলতা তৈরি হয়েছে, যা নির্বাচনের স্থগিতির কারণ হিসেবে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এখনও ইসির আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। ফলে, সুপ্রিমকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পাবনা-১ ও ২ আসনের নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে।