’
বছরের শেষ ছুটির মৌসুম। হাতে বেশি সময় নেই, আবার মনোযোগ দিয়ে কিছু দেখার মুডও নেই। এমন সময় রোমাঞ্চে ভরপুর কোনো সিনেমা হলে কেমন হয়? চলতি মাসে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার ‘ক্যারি-অন’ হতে পারে এমন পরিস্থিতিতে আপনার আদর্শ সঙ্গী। ১৩ ডিসেম্বর মুক্তির পর থেকে এটি নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।
লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ইথান কোপাক বড়দিনের ব্যস্ত সময় পার করছেন। নিজের অন্তঃসত্ত্বা প্রেমিকার সঙ্গে বড়দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে ভাবতে এক বেনামি ফোন পান কোপাক। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি জানায়, বিমানবন্দরে আসা একটি লাগেজ নিয়ে এক ব্যক্তিকে বাধা ছাড়াই উড়োজাহাজে উঠতে দিতে হবে। সেই লাগেজে আছে বিস্ফোরক!
কোপাক, দায়িত্বশীল একজন নিরাপত্তাকর্মী, এমন কিছুতে রাজি হবেন কেন? কিন্তু হুমকি ভয়ংকর হয়ে ওঠে, কারণ তার প্রেমিকার জীবন বিপন্ন করার ইঙ্গিত দেওয়া হয়। প্রেমিকাকে বাঁচাতে কোপাক কি এই বেআইনি কাজে রাজি হবেন? নাকি দায়িত্ব পালনে অবিচল থাকবেন? এই টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।
স্প্যানিশ নির্মাতা হাউমে কোয়েত-সেরা তাঁর অ্যাকশন-থ্রিলারের দক্ষতার জন্য পরিচিত। তাঁর পরিচালিত ‘আননোন’, ‘নন-স্টপ’, ‘রান অল নাইট’ সিনেমাগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এবার তুলনামূলক কম পরিচিত তারকা ট্যারন এগারটনকে নিয়ে তিনি নির্মাণ করেছেন এক সরল কিন্তু উপভোগ্য থ্রিলার।
সিনেমার প্রধান আকর্ষণ ট্যারন এগারটনের অভিনয়। এর আগে ‘কিংসম্যান’ সিরিজের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে ও ‘রকেটম্যান’ সিনেমায় এলটন জনের ভূমিকায় অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। এই ছবিতেও মানসিক টানাপোড়েন ও অ্যাকশনের মুহূর্তগুলোতে তিনি ছিলেন সাবলীল।
‘ক্যারি-অন’ সম্পূর্ণ এক লোকেশনে চিত্রায়িত। বিমানবন্দরের মতো ইনডোর সেটিংসেও টানটান চিত্রনাট্য দর্শকের মনোযোগ ধরে রাখতে সক্ষম।
যদি আপনি থ্রিলার সিনেমার একজন অগ্রসর দর্শক হন, তবে সিনেমার কিছু অংশ আপনার অনুমেয় মনে হতে পারে। গল্পে খুব বেশি চমক নেই, যা কিছু আছে তা রোমাঞ্চের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
‘ক্যারি-অন’ মাত্র ১১৯ মিনিট দৈর্ঘ্যের, যা ছুটির মেজাজে বসে হালকা কিছু দেখার জন্য বেশ মানানসই। বড়দিন ও ছুটির আবহকে কেন্দ্র করেই এর মুক্তি, যা দর্শকদের সঙ্গে সিনেমাটিকে আরও সম্পৃক্ত করেছে। ব্যস্ততার ফাঁকে রোমাঞ্চ উপভোগ করতে চাইলে নেটফ্লিক্সে ‘ক্যারি-অন’ দেখে ফেলতে পারেন।