বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হওয়া হামলার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা তা তদন্তের জন্য গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারােক রহমান বলেন, গতকাল শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলা ঘটেছে, তিনি এখন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার পেছনে কারও কোনও ষড়যন্ত্র বা অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, দেশের কল্যাণে সবাই যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে দেশ ধ্বংসের পথে চলে যাবে। ষড়যন্ত্র থামানো সম্ভব হবে কেবলমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। তাই যেকোনো মূল্যেই নির্বাচন আয়োজন করা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলের যে পরিকল্পনা করা হয়েছে তা জনগণের কাছে পৌঁছে দিয়ে বোঝাতে হবে। পরিকল্পনা সঠিকভাবে তুলে ধরতে পারলে সাফল্য আসবেই। উল্লেখ্য, বিএনপির সাত দিনের কর্মসূচিতে দেশের বিভিন্ন ইউনিটের সদস্যরা পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। আজকের আলোচনা সভার সভাপতিত্ব করেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।