জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ভাবনাচিন্তার সময় এসেছে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনার প্রতি রাজনৈতিক দল ও জনগণের আস্থা হারিয়েছে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অক্ষম হতে পারে।