আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, নাহিদ ইসলামের ছবি ও ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ’র স্লোগান সংবলিত বিশাল বিলবোর্ড নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, কারণ নির্বাচনী প্রচার ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে শুরু করা চলবে না। ওই বিলবোর্ড আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।