বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্ভুক্ত ডেমরা থানায় সপ্তাহব্যাপী খাল, পুকুর ও রাস্তা পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর ডেমরার মধ্য হাজীনগর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদন, সাধারণ সম্পাদক মো. দুলাল ভুঁইয়া, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর মিয়া ও সহ-সভাপতি নজরুল ইসলাম সকাল। এছাড়া ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর সাউথ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহারাজ সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।