জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। দুদক-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এ বিষয়ে অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। দুদক আরো জানিয়েছে, গোপন তথ্য থেকে জানা গেছে যে গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ বিদেশে হস্তান্তরের চেষ্টা করছেন, যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায়, তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়। এ আদেশের ফলে, গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রা আপাতত স্থগিত থাকবে।