পরিপোর্ট: এনসিপি থেকে পদত্যাগের গুজবের বিষয়ে মুখ খুলেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার গঠন পর্যন্ত তিনি এনসিপির সঙ্গেই থাকবেন এবং দলের নেতৃত্বে থাকবেন। তিনি বলেন, “আজ আমি আপনাদের নিশ্চিত করছি, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকবো। এবং এনসিপি সরকার গঠন করার পর্যন্ত নিয়ে যাবো।” নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গতকাল রাতে মিডিয়ার মাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে অনেকেই তার কাছে জানতে চান এ বিষয়ে। তিনি বলেন, “আমাদের দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমি দলের সঙ্গে আছি এবং থাকবো—এটা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি।” দলের মধ্যে কোনো টানাপোড়েন আছে কিনা জানতে চাইলে পাটওয়ারী উল্লেখ করেন, “এই নিউজে আসিফ মাহমুদকে যুক্ত করা হয়েছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, এমন বিভ্রান্তিমূলক তথ্য দিলে আমাদের নেতাকর্মী ও দেশবাসী বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। তথ্য যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আমাদের নেতাকর্মীরা গতকাল রাত গুজবের মধ্যে দিয়ে গেছে। শেষ পর্যায়ে আমাদের দল থেকে নিশ্চিত করা হয়েছে—আমি দলের সঙ্গেই আছি এবং থাকবো।” গুজব ছড়ানো ও অপসাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে যারা জব মার্কেটে রয়েছেন, তারা ভালো চাকরির সুযোগ পাচ্ছেন না, কারণ মানসম্মত এডুকেশন ইনস্টিটিউটের অভাব। বিগত সরকারের আমলে অসংখ্য ইনস্টিটিউটকে শুধু সার্টিফিকেট বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। একইভাবে মিডিয়া সেক্টরে দলীয়ভাবে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে, যেখানে বেতন কাঠামো ও কর্মী সংকট বিদ্যমান। এতে সুষ্ঠু সাংবাদিকতা ব্যাহত হচ্ছে।” তিনি আরও বলেন, “তথ্য উপদেষ্টার কাছে আহ্বান জানাবো—আমাদের মানসম্মত লাইসেন্স দেওয়া উচিত। যারা অপসাংবাদিকতা ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের জন্য নীতিমালা ও কাঠামো থাকা দরকার, যাতে প্রকৃত সাংবাদিকরা যেন অস্বস্তিতে না পড়েন।” নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে দলের প্রতি অটুট অবস্থান এবং অপসাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান পুনর্ব্যক্ত করেন।