বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেছেন। বুলবুল বলেন, আইসিসি কখনোই বলেনি যে যদি বাংলাদেশ ভারতে না যায় তাহলে পয়েন্ট কাটা যাবে বা দলকে ওয়াকওভার দিতে হবে। বরং, আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবি ইতিমধ্যে তাদের নিরাপত্তাজনিত উদ্বেগ আইসিসিকে জানিয়েছে এবং আইসিসি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে, যা শিগগিরই পাঠানো হবে। এই ব্যাখ্যার ভিত্তিতেই আইসিসি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকইনফোর ওই প্রতিবেদনের কারণে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছিল, যেখানে দাবি করা হয়েছিল আইসিসি বাংলাদেশের দাবিকে প্রত্যাখ্যান করেছে এবং বিশ্বকাপ খেলতে হলে ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে হবে। তবে বিসিবির শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আইসিসির পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক বার্তা এখনো আসেনি। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভারতের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে তারা এখনও সতর্ক ও চিন্তিত। আইসিসির সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে বিভ্রান্তিকর কোনো খবরের প্রতি জনগণের মনোযোগ না দেওয়ার জন্য বিসিবি সবাইকে অনুরোধ করেছেন।