ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, যারা বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের প্রতি দেশের মানুষ কখনোই নিরাপদ বোধ করবে না। তিনি অতীতের সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, তারা দেশের অর্থসম্পদ বিদেশে পাচার করেছে এবং হাজারো মা ও বোনের বুক খালি করেছে, যা জাতির জন্য এক নিকৃষ্ট দাগ। চরমোনাই পীর আরও বলেন, বর্তমান সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য রঙিন স্বপ্ন আঁকছে, কিন্তু তাদের সেই উচ্চাকাঙ্ক্ষা দেশের মানুষের কল্যাণ করছে না। তিনি স্মরণ করিয়ে দেন, গত জুলাইয়ে যখন গণ-অভ্যুত্থান ঘটে, তখন অন্যান্য রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানার নিয়ে মাঠে নামতে সাহস পায়নি, কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেয়। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিএনপির এক বড় নেতা ফোন করে দরজা খোলার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইসলামী আন্দোলনের সংগ্রামের উদ্দেশ্য কখনোই দরজা খোলা বা ক্ষমতায় আসা ছিল না। তিনি প্রশ্ন তোলেন, যারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন এবং প্রমাণ করেছেন, তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে কেন? তিনি জনগণের কাছে সতর্কবার্তা দিয়ে বলেন, দেশের ভবিষ্যত নিরাপদ রাখতে সৎ, ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক নেতাদেরই দায়িত্ব নিতে হবে।