বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানায় ৭৩ প্রার্থী পুনরায় মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আপিল শুনানি শুরু পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, ইশতেহারে তা সুস্পষ্ট করতে হবে : বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যের নতুন সূচনা: নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন নিয়ে জামায়াত ও বিএনপির ঐক্যের ইঙ্গিত মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তি বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতের সঙ্গে জোট: নাহিদ ইসলাম ১৭ বছর পর দেশে এসে ভোটার তালিকায় নাম ও জাতীয় পরিচয়পত্র করলেন তারেক রহমান ‘আই হ্যাভ আ প্ল্যান’ : তারেক রহমান

নগদের তানভীর মিশুক কার উপর চটে স্ট্যাটাস দিলেন

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

সরকারের পট পরিবর্তন হওয়ার পর বদলে গেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পরিচালনা পর্ষদ। সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগের বন্দনা করে দেয়া পোস্ট সরিয়ে দিয়েছে। এসব করেও শেষ রক্ষা হয়নি। নগদে বসেছে প্রশাসক। বাতিল করা হয়েছে তাদের ডিজিটাল ব্যাংকিং সেবা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নগদের সদ্য সাবেক নির্বাহী বিভাগ।

২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। পরে বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যথাযথ গ্রাহক তথ্য যাচাই (কেওয়াইসি) ছাড়াই প্রতিষ্ঠানটি মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ। সরকারের সব ভাতা বিতরণেরও একচ্ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি। ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায়। নগদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ, নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন সময়ে যথাযথ প্রক্রিয়া মেনে চলেনি প্রতিষ্ঠানটি। ডাক বিভাগের সেবা বলা হলেও আদতে এতে সরকারের কোনো অংশীদারিত্ব ছিল না। তবে এখন প্রশাসক বসাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

নিজেদের থেকে ক্ষমতা হাতছাড়া হওয়াতে চটেছেন নগদের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। তিনি আজ সোমবার (২৬ আগস্ট) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘টাইগার জিন্দা হ্যায়’ হ্যাশট্যাগ (#Tiger_Zinda_Hai) দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তার রাগের বহিঃপ্রকাশ ও দ্বিতীয় পর্বের খেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ‘আমাদের খেলা থেকে বাদ দেওয়া যাবে না’ বলেও হুংকার দিয়েছেন।

তানভীর আহমেদ মিশুক লিখেছেন- কি, আমরা বলবো আমরা বিশ্বাস করি, আর সব ঠিক হয়ে যাবে? আমরা কি জানি না আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হবে? আমাদের কে কাঠগড়ায় দাঁড় করানো হবে? এটা তো নতুন না, যখনই পৃথিবীর ইতিহাসে পুরোনো আধিপত্যের বিরুদ্ধে মানুষের ভালোর জন্য যেই নতুন কিছু করতে চেয়েছে তাদের সবারই এই রকম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

তিনি আরো লিখেছেন, আমরা কি দমে যাবো? হার মেনে নিবো? আমাদের খেলা কি শেষ? খেলা তো এখনো শুরুই হলো না, কেবল খেলার প্রথম পর্ব দেখলাম। মনে আছে তামিম, মিরাজকে বলছিলো ‘দুনিয়াটা গোল আজ তুমি এই পাশে, কাল আমি ঐ পাশে’! একটা কথা মনে রাখবেন, আমাদের খেলা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ আমরা বাংলাদেশের পক্ষে খেলি। খেলার দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ! দেখা হবে বিজয়ে!!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102