পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারানোর পুরস্কার হিসেবে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা। কাল ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ক্রিকেটারদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবি সূত্রে জানা গেছে, মোট ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার হিসেবে পাবেন ক্রিকেটাররা।রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেট হারানোর ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মুশফিকুর রহিম এবং আরেকটি ব্যক্তিগত পুরস্কার পাওয়া লিটন দাস সেই অর্থ দান করে দিয়েছিলেন বন্যাদুর্গতদের তহবিলে। সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজও তার পুরস্কারের অর্থ দিয়েছেন জুলাই বিপ্লবে প্রাণ হারানো এক রিকশাচালকের পরিবারকে। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, এই জয় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের উদ্দেশে উৎসর্গ করার কথা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের দেশের মানুষের প্রতি দায়িত্ববোধও মুগ্ধ করেছে বিসিবি কর্তাদের। তাই তো ভারত সফরের আগে ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করতে আর্থিক প্রণোদনার ব্যবস্থা।সর্বমোট ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস আকারে বিভিন্ন পরিমাণে বিতরণ করা হবে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে। ব্যক্তিগত পারফরম্যান্স, ওপরের র্যাংকিংয়ের দলের বিপক্ষে সিরিজ জয় এমন নানান সূচকে পুরস্কারের টাকা বণ্টন করা হবে। ম্যাচ জয়, সিরিজ জয়, ঘোষিত বোনাস- সব কিছু মিলিয়ে ৩ কোটি ২০ লাখ টাকা ১৬ জন ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হবে।