অভিনেত্রী শমী কায়সার জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তার মুক্তি কার্যকর হয়। কারা কর্তৃপক্ষের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। শমী কায়সারকে গত বছরের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা সেক্টর-৪ এর তার বাসা থেকে আটক করা হয়। তাকে জুলাই আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় নিম্ন আদালতে জামিন না পেলে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং গত ১২ মার্চ প্রথম মামলায় জামিন লাভ করেন। তবে মুক্তির পথে আরও একটি বাধা সৃষ্টি হয় যখন গত ৯ এপ্রিল আজমপুরের এক কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এই দ্বিতীয় মামলাতেও গত সোমবার তিনি হাইকোর্ট থেকে জামিনের অনুমতি পান। উভয় মামলায় জামিন মঞ্জুরের পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা সক্রিয় না থাকায় কারাগার কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে বাধ্য হন। শমী কায়সারের আইনি লড়াই বেশ কয়েক মাস ধরে চলেছে। গত ডিসেম্বরে হাইকোর্টের জামিনের আদেশ আপিল বিভাগ স্থগিত করলেও পরবর্তীতে উচ্চ আদালতের রায় তাকে শেষ পর্যন্ত মুক্তির পথ দেখায়। তার মুক্তির পর এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।