শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলো ইনকিলাব মঞ্চ ঢাকা: শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি না দেখালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার বিকেলে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই সময়সীমা বেঁধে দিয়ে সমাবেশ শেষ ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার পর শুরু হওয়া সমাবেশে শতাধিক বিক্ষোভকারী অংশ নেন। তাদের স্লোগানে ছিলো ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’ প্রভৃতি। বিক্ষোভকারীরা বিকেলে শাহবাগের সড়কে আসরের নামাজ আদায় করেন। সমাবেশের কারণে শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বিকেল সাড়ে পাঁচটার পর সীমিতভাবে যান চলাচল শুরু হয়। সমাবেশের সমাপ্তিতে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জনতার সামনে এসে হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি প্রকাশ করতে হবে। যদি তারা এই সময়ের মধ্যে জবাব না দিতে পারেন, তবে তাদের পদত্যাগ অনিবার্য। তিনি আরো বলেন, সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে ঘাপটি মেরে বসে থাকা সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। বক্তব্যে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও স্থিতিশীলতার জন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ছাড়া কোনো আলাপ আলোচনা হবে না। পাশাপাশি, আগামীকাল বিকেল সাড়ে পাঁচটার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোন স্পষ্ট জবাব না আসে, তাহলে আবারও শাহবাগে ফের সমাবেশের ডাক দেওয়া হবে। এতদূর সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও অনেক বিক্ষোভকারী শাহবাগ সড়কে থেকে যান। সন্ধ্যা ছয়টার পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।