ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ ভিড় জমাতে শুরু করে। যদিও জানাজার সময় নির্ধারিত ছিলো দুপুর ২টা, তবুও সকাল থেকেই দলে দলে মানুষ আসতে থাকে। ফার্মগেট ও আসাদ গেট দিয়ে প্রবেশকারী জনতা হাতে ও মাথায় জাতীয় পতাকা নিয়ে উপস্থিত ছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জমায়েত হওয়া মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ জাতীয়করণের স্লোগান দেন। লালবাগ থেকে বন্ধুদের সঙ্গে জানাজায় যোগ দিতে আসা আহসান উল্লাহ জানান, তিনি আগেভাগে এসে জনতার ঢল সামলাতে প্রস্তুত হয়েছেন। জানাজার নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার। মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে কঠোর তল্লাশি চালানো হয়। সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আনসার মোতায়েন ছিলো। ইনকিলাব মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, জানাজায় শুধুমাত্র বাংলাদেশের জাতীয় পতাকা বহন করা যাবে, অন্য কোনো পতাকা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে হাদির পরিবারের পক্ষ থেকেও সহযোগিতার অনুরোধ করা হয়েছে। শহীদ ওসমান বিন হাদির প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও সমবেদনার এই জানাজায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে জনসমাবেশ।