ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনের মধ্যে কারোই বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই। তাদের প্রত্যেকেরই মাস্টার্স পর্যায়ের পড়াশোনা শেষ হওয়ার পর থেকে তারা আর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হিসেবে বিবেচিত হচ্ছেন না। সভাপতি ইউসুফ আলী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন, সেক্রেটারি রাশেদুল ইসলাম একই শিক্ষাবর্ষের আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ছাত্র, আর সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। তবে সংগঠনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান জানিয়েছেন, নতুন সভাপতি ও সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধীনে আইআইইআরের লাইব্রেরি সায়েন্স বিভাগের ছাত্র হওয়ায় তাদের ছাত্রত্ব রয়েছে। সাংগঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র না হলেও এমফিলের সার্কুলার পাওয়ার পর ভর্তি হয়ে নিয়মিত ছাত্রত্ব পাবে বলে তিনি জানান। গত শনিবার সংগঠনটির কেন্দ্রিয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ভবনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এই নতুন কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নিয়মিত ছাত্রত্ব না থাকা সত্ত্বেও নেতৃত্বে আসা নতুন সদস্যদের বিষয়টি বিশ্ববিদ্যালয় ও সংগঠন পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে।