মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে কোটি কোটি টাকা আত্মসাত : ৩১ জনের বিরুদ্ধে দুদকের ১৩ মামলা দুর্গাপূজায় ভারত যাবে ১২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানিমূল্য নির্ধারিত কেজিপ্রতি ১২.৫ ডলার নেপালে রাজনৈতিক অস্থিরতায় ঢাকা সতর্ক, কাঠমুন্ডুতে আটকা পড়েছেন বাংলাদেশি নাগরিকরা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৭৭ জন, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ! ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক!! “ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে “ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র: ‘আমরা কোনো দলের নয়’ — স্পষ্ট বার্তা দিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন বিজয়নগরে জাপা কার্যালয়ে সংঘর্ষ : ইটপাটকেল নিক্ষেপে আহত বহু, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা-পুলিশ

বাংলাদেশে যা করছেন জার্মান টিকটকার নোয়েল

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

তার দেশ সুদূর জার্মান। তার পুরো নাম নোয়েল রবিনসন। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে তিনি ‘নোয়েলগোজক্রেজি’ নামে পরিচিত। জনপ্রিয়ও বেশ।সেই নোয়েল রবিনসন এসেছেন বাংলাদেশে। ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ভিডিও করছেন। সেসব পোস্ট করছেন নিজের সামাজিক মাধ্যমের প্রফাইল ও পেজে। অবশ্য এটা নতুন নয়, এর আগে এই টিকটকার ও নৃত্যশিল্পীকে তাকে কখনো মরুর বুকে, কখনো-বা ফুটবল মাঠে, আবার কখনো চীনের প্রাচীরে পায়ের কারিকুরি দেখাতে দেখা যায়।তার এই পায়ের জাদুতে তিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের। সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দেখা গেল জার্মান এই জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে।

 

ঢাকার রাস্তায় নোয়েলকে হঠাৎ দেখে তরুণরা অবাকও হয়েছেন। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কখনো শাকিব খানের উরাধুরা গান কিংবা বাংলাদেশের নানা গানে তাকে ভিডিও নির্মাণ করতে দেখা যাচ্ছেন।ইতোমধ্যে ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফরমে আপলোড করেছেন।

 

তার এসব ভিডিওর সঙ্গে দেখা গেছে দেশের জনপ্রিয় নৃত্যুশিল্পী হৃদি শেখ। তার সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি, প্রতীক হাসান ও মামজি স্ট্রেনজারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এ ছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে। তরুণ এই টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা বিস্ময় করার মতো।ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৫ লাখের বেশি, ইউটিউবে ১ কোটি ৭৮ লাখের বেশি এবং ফেসবুকে এই নৃত্যশিল্পীর অনুসারী ১৪ লাখের বেশি।

 

হৃদি শেখ কালের কণ্ঠকে জানান, নোয়েল বেশ কয়েক দিন হলো ঢাকায় এসেছেন। আরো দুদিন থাকবেন। এই সময় আরো ভিডিও বানানোর পরিকল্পনা আছে তার।

 

অবশ্য, টিকটক, ইনস্টাগ্রামে যারা নোয়েলের অনুসারী এবং ইউটিউবে সাবস্ক্রাইবার হিসেবে আছেন, তারা নোয়েলের দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ভিডিওর সঙ্গে পরিচিত। বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে নোয়েলকে তার সিগনেচার নাচের মুদ্রায় দেখা যায়। মূলত নিজের কনটেন্ট তৈরি করতেই বিশ্বভ্রমণে বের হয়ে থাকেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে তার ঘুরতে আসা।

নোয়েলের পোস্ট করা কোনো ভিডিওতে দেখা গেছে, সেই সিগনেচার নৃত্য নিয়ে সবখানে হাজির হয়েছেন। কখনো তিনি নেচেছেন পথচারী, দোকানদার, কখনোবা পুলিশের সঙ্গেই। এমনকি নেচেছেন ‘তুফান’ সিনেমার লাগে ‘উরাধুরা’ গানেও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ করে নোয়েলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি গায়িকা জেফার। পাশাপাশি মজা করে লিখেছেন, ‘চুল নিয়ে মাথা ঘামাচ্ছেন চুলপ্রেমীরা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন মিষ্টি হাসির একটি ইমোজি।

হৃদি শেখ তার ফেসবুকে দুজনের স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, নাচ যখন সেতুবন্ধ তৈরি করে, তখন জাদুকরী কিছুই ঘটে। নোয়েল, আপনার সঙ্গে বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটি ছিল দারুণ। চলুন, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102