কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, যাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর সঙ্গে সম্পৃক্ততার গুরুতর অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানার হাজতে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মাহিনুল ইসলাম।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, ২০১৭-২০১৮ ব্যাচের একাউন্টিং বিভাগের ছাত্র আবু তাহের সাগর এবং ২০২১-২২ ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী তৌকির আহাম্মেদ। উক্ত দুইজনকে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা থেকে সন্ধ্যা ৯টার দিকে ডিবি পুলিশ আটক করে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য। তারপর, কিছু সময়ের মধ্যে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এবং সেখানেই মামলা দায়ের করা হয়। এই ব্যাপারে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, একই অভিযোগে আরেকজন শিক্ষার্থীকে আটক করেছে র্যাব। তাকে সেও কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কাছে হস্তান্তর করে। তবে, জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। র্যাব-১১ এর উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এ বিষয়ে বলেন, “আমরা একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গিয়েছিলাম কথা বলার জন্য। তবে, জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়, এবং থানাও তাকে ছেড়ে দিয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম জানান, হিযবুত তাহরীরের সাথে সংশ্লিষ্টতার সন্দেহে একজনকে নিয়ে আসা হয়েছিল। তবে, পরে কথা বলার পর তাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, অপর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং তারা বর্তমানে কারাগারে আছেন। শনিবার তাদেরকে আদালতে হাজির করা হবে।