পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে টেলিফোনে তৃতীয় দফার আলোচনা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আলাপের তথ্য নিশ্চিত করে জানায়, আলোচনায় দুই নেতা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফোনালাপে পারস্পরিক স্বার্থের বিষয়সহ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে আগামী সময়ে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাজ করার সংকল্প ব্যক্ত করা হয়। এর আগে তারা সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় একটি বহুপক্ষীয় ফোরামে সাক্ষাৎ করেছেন, যা দুই দেশের কূটনীতিক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরণের সংলাপ দ্বিপক্ষীয় সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।