আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ পড়ার সুযোগ পাবে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব নতুন বই পাওয়া যাবে। পাশাপাশি, নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের ছাপা কপি বিতরণ করা হবে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দিয়ে তার স্থানে ‘শেখ মুজিবুর রহমান’ নাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ হিসেবে পরিচয় করানো হতো। এনসিটিবির সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সব পাঠ্যবইয়ে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। বিশেষ করে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম’ অধ্যায়ের ‘৭ই মার্চের ভাষণ’ পাঠে সাতটি স্থানের মধ্যে ছয়টিতে ‘বঙ্গবন্ধু’ শব্দের বদলে ‘শেখ মুজিবুর রহমান’ লেখা হয়েছে, যদিও একটি স্থানে এখনও ‘বঙ্গবন্ধু’ শব্দটি রয়ে গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এনসিটিবিকে লিখিত নির্দেশনা পাওয়ার পর এসব সংশোধন সম্পন্ন করা হয়েছে। নতুন পাঠ্যবইয়ের এই পরিবর্তন শিক্ষার্থীদের সাম্প্রতিক রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে পরিচিত করাবে বলে আশা করা হচ্ছে।