ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে চীন থেকে ৯ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন, এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এসব শিক্ষার্থী আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে বাংলা বিভাগে পড়াশোনা করছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী আগস্ট মাসে চীনের শিক্ষার্থীরা দুই সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা প্রফেশনাল মাস্টার্স কোর্সে পড়ারও আগ্রহ দেখিয়েছেন। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করার আগ্রহ প্রকাশ করেছে। উভয়পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে শিক্ষা, গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় এবং চীন সরকারের বৃত্তি নিয়ে এ বছর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৭ জন। উল্লেখ্য, সর্বশেষ ১৯ এপ্রিল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিনিধি দলের একটি অ্যাকাডেমিক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চীনা শিক্ষার্থীদের এই আগ্রহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা উভয় দেশের শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।