শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ জয় টাইগারদের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে। দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারার পর যেভাবে দলটি ঘুরে দাঁড়াল, তা সত্যিই দুর্দান্ত। তাদের পারফরম্যান্স ছিল খুবই ভালো।” তিনি দলের প্রতি আস্থা রাখতে সকলকে আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি এই দলের প্রতি সমর্থন দিই, ইনশাআল্লাহ, আমরা অনেক দূর যেতে পারব।” নাফিস ইকবাল আরও জানান, এই জয় দলের আত্মবিশ্বাস ও মনোবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “শতভাগ মোটিভেটেড এই ধরনের জয় সবসময় দলের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম— দেশের জন্য, বোর্ডের জন্য, দলের জন্য এই সিরিজ জয় খুবই প্রয়োজন ছিল।” তবে নাফিস আত্মতুষ্টিতে ভাসতে চান না। তিনি বলেন, “আমরা এক দিনের মধ্যেই আবার নতুন সিরিজ খেলব। আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল থেকে সবাই আবার নিজেদের কাজে নেমে যাবে।” এই বক্তব্যের মাধ্যমে তিনি দলের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন, যা ভবিষ্যতে আরও সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।