বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে চট্টগ্রাম রয়েলস ফাইনালে পৌঁছেছে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম দল। রাজশাহী টস হারিয়ে প্রথমে ব্যাট করতে গিয়ে ২০ ওভারে ১৩৩ রানের স্কোর করে অলআউট হয়। তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রান করে দলের সর্বোচ্চ স্কোর করেন। আব্দুল গফফার সাকলাইন ইনিংসের শেষ দিকে ১৫ বলে ৩২ রান যোগ করেন। টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম ৭০ বলে ৬৪ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা দেন। নাইম ৩৮ বলে ৩০ রান করে আউট হন। পরবর্তী ব্যাটসম্যানরা যথেষ্ট অবদান রাখতে পারেনি। মিরাজ বেগ ৪৫ রানে ফেরেন। অধিনায়ক শেখ মেহেদি হাসান ৯ বলেই অপরাজিত ১৯ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। দিনের আগে ম্যাচে সিলেট টাইটানস রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে জমা পড়ে। আগামীকাল সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে, যেখানে জয়ী দল শুক্রবার ফাইনালে চট্টগ্রাম রয়েলসের মুখোমুখি হবে।