আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও অবনমন হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর কয়েক সপ্তাহের জন্য নবম স্থানে উঠে যায় টাইগাররা, কিন্তু সম্প্রতি তাদের অবস্থান আবারও এক ধাপ নেমে গেছে। এর ফলে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের মূল অবদান রবিবার পাকিস্তানের বিপক্ষে পাওয়া গুরুত্বপূর্ণ জয়। ওয়েস্ট ইন্ডিজের এই জয় তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বাড়িয়ে ৭৮-এ নিয়ে গেছে, যা বাংলাদেশের পয়েন্টের চেয়ে বেশি। দীর্ঘদিন ধরে পাকিস্তানকে হারানো হয়নি ক্যারিবীয় দলটি, কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপ পর থেকে এই প্রথম তারা এশিয়ার বড় এই প্রতিপক্ষকে হারিয়েছে। পরবর্তী ম্যাচে পাকিস্তানের কাছে হেরলেও ওয়েস্ট ইন্ডিজের র্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না। এদিকে বাংলাদেশের এই অবনমন কিছুটা হতাশাজনক হলেও দলটির সামনে আরও সুযোগ রয়েছে নিজেদের অবস্থান শক্ত করার। আগামী সিরিজ ও টুর্নামেন্টগুলোতে তাদের পারফরম্যান্স এ র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে।