দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)কে ৫ কোটি টাকা দিয়েছে। ১৪ আগস্ট এই অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়। এই তহবিল ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানের অংশ হিসেবে ২০২৫ সালে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ব্যবহার করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থ পরিচালক মামুনুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে অর্থ ছাড়ের বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে সাতটি শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে ব্যয়ের প্রতিটি খাত সঠিকভাবে অনুসরণ করা, এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহার না করা এবং আয়কর ও ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি রয়েছে। বাফুফের তারুণ্যের উৎসব আন্তজেলা চ্যাম্পিয়নশিপ কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, “৫ কোটি টাকা আমরা পেয়েছি জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে। বাকি ৫ কোটি টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসবে বলে আশা করি। বাকিটা স্পনসরদের মাধ্যমে সংগ্রহ করা হবে।” বাফুফে ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে তিনটি বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। এগুলো হলো আন্তজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট। প্রাথমিকভাবে এই টুর্নামেন্টগুলোর বাজেট ধরা হয়েছিল ১৬ কোটি টাকা, কিন্তু বর্তমানে তা বেড়ে ১৮ কোটিরও বেশি হয়েছে। আগামী ৩০ আগস্ট মুন্সিগঞ্জে আন্তজেলা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন। টুর্নামেন্টে দেশের ৬৪টি জেলা অংশ নেবে এবং খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। প্রথম রাউন্ডে দলগুলোকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের আট শহীদের নামে। এবারের টুর্নামেন্টে মোট ১১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসে ঢাকায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার আসার কথা রয়েছে। তার উপস্থিতিতে ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে।