এশিয়া কাপে আত্মবিশ্বাসী সূচনা করল বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়ে লিটন দাসের নেতৃত্বে জয় দিয়ে শুরু হলো টাইগারদের এবারের যাত্রা। ১৪৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুরুটা ছিল ঝলমলে পারভেজ হোসেন ইমনের। দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি চার মেরে ভালো সূচনা করলেও ১৪ বলে ১৯ রান করে আয়ুস শুক্লার বলে আউট হয়ে ফেরেন তিনি। এরপর তানজিদ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৮ বলে ১৪ রান করে মিড অফে ক্যাচ দেন আতিক ইকবালের বলে। তবে এরপর মাঠে নামেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক লিটন দাস। দুজনের ৭০ বলে ৯৫ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লিটন ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হলেও হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। এর আগে হংকংয়ের ব্যাটিংয়ে শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে আনশুমান রাঠকে ফিরিয়ে দেন তিনি। বাবর হায়াত কিছুটা প্রতিরোধ গড়লেও তানজিম সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে ১২ বলে ১৪ রান করে বিদায় নেন। পাওয়ার প্লে শেষে হংকং তুলতে পারে মাত্র ৩৪ রান। জিসান আলী ও নিজাকাত খান কিছুটা জুটি গড়লেও জিসান ৩০ রান করে তানজিমের বলে আউট হন। এরপর মুর্তজা ও নিজাকাত খান চেষ্টা চালান, কিন্তু রান তুলতে ব্যর্থ হন। মুর্তজা ২৮ রান করে রান আউট হন। নিজাকাত খান ৪২ রান করে রিশাদ হোসেনের বলে বিদায় নেন। শেষ পর্যন্ত হংকং ১৪৩ রানে থেমে যায়। বাংলাদেশের হয়ে তাসকিন, রিশাদ ও তানজিম সাকিব প্রত্যেকে দুটি করে উইকেট নেন। জয় দিয়ে শুরু হওয়া এই ম্যাচে লিটনের নেতৃত্ব ও হৃদয়ের স্থিরতা টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে পরবর্তী ম্যাচের জন্য।