ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই—দর্শকরা তাই আশা করেছিলেন। গ্যালারি ভরেছিল আলো ঝলমলে সাজে, জমজমাট ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম। কিন্তু মাঠের চিত্র যেন প্রত্যাশার একেবারে উল্টো। ভারতের বিপক্ষে ব্যাটে-বলে কোনো লড়াইই করতে পারেনি পাকিস্তান। ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এমন লজ্জাজনক হারের পর পাকিস্তান দলকে একহাত নিয়েছেন সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার। তার মতে, বর্তমান পাকিস্তান দল ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলতেও অক্ষম। তাই এই দল থেকে বড় কোনো সাফল্যের আশা করাটাই নিতান্ত অবাস্তব। শোয়েব আখতার বলেন, “আগে ব্যাট করুক বা পরে, পাকিস্তান ১৩০ রানের বেশি করতে পারত না। যা ভেবেছিলাম, সেটাই হয়েছে। এটা হতাশাজনক নয়, ভয়াবহ পারফরম্যান্স। তবে একটা সান্ত্বনা আছে—আমরা অন্তত সাইম আইয়ুবকে স্পিনার হিসেবে পেয়েছি।” পাকিস্তান দলের কৌশল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। “আমাদের ক্রিকেটের মান এখন সবার সামনে পরিষ্কার। কোনো কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না, মানসম্পন্ন ব্যাটার নেই। ভারতের সূর্যকুমার যাদবকে দেখুন—সুইপ খেলছে, কাট করছে, সিঙ্গেল নিচ্ছে। আর আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য ভালো দল মাত্র।” ম্যাচের শুরু থেকেই ব্যর্থ ছিল পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাহিবজাদা ফারহান করলেন ৪০ রান, তবে খেললেন ধীরগতিতে। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানকে কোনোমতে ১২৭ রানে পৌঁছে দেয়। জবাবে ভারতের ব্যাটাররা অনায়াসে ম্যাচ শেষ করে ফেলে মাত্র ১৫.৫ ওভারেই। হাইভোল্টেজ ম্যাচে এমন একতরফা হারের পর পাকিস্তানি সমর্থকদের হতাশার সঙ্গে মিলল সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনা, যার নেতৃত্বে ছিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার।