রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। যদিও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল দুপুর ১২টা, তবে তামিম এর অনেক আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একসময় বিসিবিতে থেকে ক্রিকেট অপারেশনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, এই নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে আয়োজন করা হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে ১০ জন, ক্লাব ক্যাটাগরিতে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরিতে ১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হবেন। তামিম ইকবালের এভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের শেষ সময়ে তার এই সিদ্ধান্ত নতুন করে কৌতূহল তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।