রিপোর্ট: দীর্ঘ দুই বছরের বেশি সময় বড় পর্দার বাইরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ফের আলোচনায় উঠে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সোমবার প্যারিস ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটেন তিনি, আর তার অনবদ্য উপস্থিতি মুগ্ধ করে দর্শক ও সমালোচকদের। কালো হিরা জড়ানো কাস্টম শেরওয়ানিতে ঐশ্বরিয়ার অসাধারণ লুক আলোড়ন তোলে। পোশাকটি ডিজাইন করেছেন ভারতের খ্যাতনামা ডিজাইনার মানিশ মালহোত্রা। তার মতে, ১০ ইঞ্চি ডায়মন্ড-জড়ানো হাতের অনন্য ডিজাইনটি আধুনিক রাজকীয়তার প্রতীক, যেখানে শক্তি ও সংবেদনশীলতার অপূর্ব মেলবন্ধন ফুটে ওঠে। ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল ও আত্মবিশ্বাসী হাসি পুরো পরিবেশকে আলোকিত করে তোলে। দর্শকরাও তাকে উষ্ণ সংবর্ধনা জানান, আর ঐশ্বরিয়া হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন। তার র্যাম্পে হাঁটার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। শুধু ফ্যাশন নয়, নিজের মানবিক দিক দিয়েও মন জয় করেছেন ঐশ্বরিয়া। শো শুরুর আগে এক ভক্তের চোখের পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরার মুহূর্তটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ঐশ্বরিয়া তাকে শান্ত হতে বলেন এবং হাসতে উৎসাহিত করেন, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও, যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করার পর সামাজিক মাধ্যমে লেখেন, “আমাদের হৃদয়ের রানি, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা হয়ে স্বপ্ন পূরণ হয়েছে।” বিশ্বখ্যাত তারকাদের সঙ্গেও ঐশ্বরিয়ার আন্তরিকতা নজর কেড়েছে। ব্রিটিশ সুপারমডেল কারা ডেলেভিন তাকে জড়িয়ে ধরেন, আর অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সব মিলিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্রমাণ করলেন, স্টাইল, ব্যক্তিত্ব ও মানবিকতায় তিনি সত্যিই অনন্য।