বেসরকারি খাতের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পেয়েছে। প্রায় ১২ ঘণ্টা হ্যাকড থাকার পর শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার করা সম্ভব হয় বলে নিশ্চিত করেছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। ব্যাংকের জনসংযোগ প্রধান নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে পেজটি হ্যাকড হয়। এরপর দিনব্যাপী ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে পেজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং গ্রাহকরা আগের মতোই ব্যাংকের সকল তথ্য ও আপডেট পেতে পারবেন। জানা গেছে, ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকার গ্রুপ ‘MS 470X’ ইসলামী ব্যাংকের অফিসিয়াল পেজে প্রথম পোস্ট দেয়। পেজের নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে নিজেদের ছবি ব্যবহার করে তারা। একাধিক পোস্টে হ্যাকাররা নিজেদের পরিচয় প্রকাশ করে এবং একটি পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি তোলে, যদিও পরে সেই পোস্টটি মুছে ফেলা হয়। প্রসঙ্গত, সম্প্রতি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে আরও সতর্কতা নেওয়া হবে।