৩৯তম ফোবানা কনভেনশন এবার আরও বৃহৎ আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার প্রাণকেন্দ্র আটলান্টায়। ২০২৫ সালের ২৯, ৩০ ও ৩১ আগস্ট —শুক্রবার, শনিবার এবং রবিবার—এই তিনদিনজুড়ে দক্ষিণ এশীয় সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারিত হয়েছে অত্যাধুনিক ও মনোমুগ্ধকর Gas South Convention Center, ঠিকানা 6400 Sugarloaf Parkway, Duluth, Georgia 30097।
এই বিশাল আয়োজনের হোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছে ‘বাংলাধারা’। পাশাপাশি গণমাধ্যম সহযোগিতায় রয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ও এটিএন বাংলা, যা অনুষ্ঠানটিকে পৌঁছে দেবে সারা বিশ্বের দর্শকদের কাছে। সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ এই আয়োজনে থাকছে সংগীত, নৃত্য, নাটক, শিল্প প্রদর্শনী, এবং নানা ঐতিহ্যবাহী উপস্থাপনা। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংস্কৃতির ধারাকে বয়ে নিয়ে যেতে ও নতুন প্রজন্মকে বাংলার শিকড়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এই কনভেনশন এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি, বাংলাদেশি পণ্যের বাণিজ্যিক স্টল, আলোচনাসভা ও শিল্পীদের নানাবিধ পরিবেশনা অনুষ্ঠানটিকে করবে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। আটলান্টার বুকে আয়োজিত এই বর্ণিল উৎসবের জন্য আগ্রহী অংশগ্রহণকারীদের মাঝে এখন থেকেই তৈরি হয়েছে চরম উত্তেজনা ও উদ্দীপনা। ‘বাংলাধারা’-র এই মনকাড়া আয়োজন নিঃসন্দেহে স্মরণীয় ও ব্যতিক্রমী হয়ে থাকবে প্রবাসী বাংলাদেশিদের জীবনে।