বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি আসরের ফাইনালে খেলার আশায় ছিল বাংলাদেশ দল। আগের দুই চক্রে তলানিতে থাকা দলটি এবার নতুন করে ফাইনালে খেলার আশা জাগিয়ে তুলেছিল। প্রথম ৬ টেস্ট থেকে ৩টি জিতে কিছুটা এগিয়েও ছিল তারা। তবে ফাইনালে ওঠার জন্য বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় প্রয়োজন ছিল। তাই চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে জয় ছাড়া আর কোনো পথ ছিল না। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের ফাইনাল স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।
চেন্নাই টেস্টে হারের পর বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে। বর্তমানে ৭ ম্যাচ খেলে ৩টি জয়ের পর তাদের পয়েন্ট ৩৯.২৯ শতাংশ। পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ষষ্ঠ। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের অবস্থান বাংলাদেশের চেয়েও খারাপ। তারা যথাক্রমে সপ্তম, অষ্টম, এবং নবম স্থানে রয়েছে।
অন্যদিকে, ভারত এই চক্রে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলে ৭টিতে জয় এবং ১টি ড্র করেছে। তাদের পয়েন্ট সংগ্রহ ৭১.৬৭ শতাংশ, যদিও স্লো ওভার রেটের জন্য ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ভারতের এই জয় তাদের শীর্ষস্থানে রাখলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ এবং নিউজিল্যান্ডের ৫০ শতাংশ। উল্লেখ্য, আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুই দলই ভারতের প্রতিপক্ষ ছিল।ভারতের সামনের ৮টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, যা তাদের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আরও কঠিন করে তুলতে পারে।