দেশের নানা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব রুকাইয়া জাহান চমক। বিভিন্ন ইস্যুতে প্রায়ই ফেসবুক লাইভে এসে নিজের মত প্রকাশ করেন তিনি। দেশের বন্যা পরিস্থিতি নিয়েও বেশ বিচলিত দেখা গেছে তাকে। সবাইকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান এই মডেল ও অভিনেত্রী।
জীবনদর্শন নিয়ে এবার ফেসবুকে একটি পোস্ট করেছেন চমক। রাত সাড়ে আটটার দিকে করা সেই পোস্টে চমক লিখেছেন, ‘শুনেছি এখনও নাকি, গোধূলীবেলায় পাখিরা তোমার পথে অপেক্ষা করে। অপেক্ষা, কখনও কখনও প্রাপ্তির থেকেও সুন্দর। পেয়ে গেলে তো পেয়েই গেলাম। সব পেয়ে গেলে জীবন অর্থহীন।’
চমকের জন্ম বরিশালে, বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’। চলচ্চিত্র পরিচালনার কাজও করেছেন চমক।
সম্প্রতি মাত্র নয় টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন চমক।