যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে যখন শপথ নেবেন তখন মার্কিন কংগ্রেসের উভয়কক্ষ তার দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকবে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রদর্শিত ফল এমনটি দেখাচ্ছে।
বুধবার এডিসন রিসার্চ, সিএনএনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান জানিয়েছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত আসন পেয়ে গেছেন রিপাবলিকানরা। এতে যুক্তরাষ্ট্রের সরকারে দলটির একচেটিয়া নিয়ন্ত্রণ নিশ্চিত হল। ফলে ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো সহজেই বাস্তবায়ন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
এডিসন রিসার্চের প্রদর্শিত ফলে দেখা গেছে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে অন্তত ২১৮টি আসন থাকবে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে একটি দলকে অন্তত ২১৮টি আসন পেতে হয়।
দলটি ইতোমধ্যেই কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ১০০ আসনের মধ্যে অন্তত ৫২টি আসন নিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সেনেটেও দলটির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এখন প্রতিনিধি পরিষদও তাদের নিয়ন্ত্রণে যাওয়ায় নিজেদের এজেন্ডা বাস্তবায়নে তাদের সামনে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বিরোধী ডেমোক্র্যাটরা।
অবশ্য ২০২৩ সাল থেকেই মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আধিপত্য ছিল।
বিভিন্ন সূত্র সিএনএনকে জানিয়েছে, প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইন জনসনকে সর্বসম্মতভাবে হাউজের পরবর্তী স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি পরিষদের ভোটের মাধ্যমে এই মনোনয়ন চূড়ান্ত হবে। স্পিকার হিসেবে বহাল থাকতে তার অন্তত ২১৮টি ভোট পেতে হবে।
রিপাবলিকান প্রতিনিধি স্টিভ স্কেলিস প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।