সশস্ত্র বিরোধীরা ক্ষমতা দখলের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টি দলের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং ফ্রি সিরিয়ান আর্মির নেতৃত্বে আসাদবিরোধী বাহিনী সপ্তাহান্তে দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। ফলে প্রেসিডেন্ট রাশিয়ায় পালিয়ে যান। সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।সিরিয়ার আল ওয়াতান সংবাদপত্রে প্রকাশিত এক বিবৃতিতে বাথ পার্টি ঘোষণা করে, জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সমস্ত প্রকাশে দলের সব কার্যক্রম স্থগিত রাখতে।
বিবৃতিতে বলা হয়, অস্ত্রসহ দলের সব বস্তুগত সম্পদ স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।
আরব বিশ্বকে একত্রিত করা এবং পশ্চিমা প্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে গঠিত বাথ পার্টি ১৯৬৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতায় আসে। দলটি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন ও ইসরায়েলবিরোধী অবস্থান অব্যাহত রাখে।
বাশার আসাদের বাবা হাফেজ আল-আসাদ ১৯৭০ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দিয়েছেন। এরপর লাগাম তুলে দেওয়া হয় তার ছেলের হাতে।
এ সপ্তাহের শুরুতে সিরিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির ঘোষণা দেন, তার সরকার ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আল-বশির এর আগে সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম পরিচালিত সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।
এক প্রতিবেদনে দামেস্কের সূত্রের বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে, নতুন কর্তৃপক্ষ পুরনো নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়া, সামরিক বাহিনী পুনর্গঠিত করা এবং সিরিয়ার বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন বাতিল করার পরিকল্পনা করছে।