সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রবিবার সকালে ঢাকায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “আমরা একটি হিংসা-বিদ্বেষবিহীন দেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য হলো একসঙ্গে সুন্দরভাবে বসবাস করা।” এই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা সদা সচেষ্ট রয়েছেন। জেনারেল বলেন, “আমরা সবসময় এ দেশের ধর্ম, বর্ণ, গোত্র—সব সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হাজার হাজার বছর ধরে আমরা শান্তিতে বসবাস করে আসছি, যা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। এটি কেবল একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান নয়, বরং একটি সম্প্রীতির সমাবেশ, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ একত্রিত হয়েছেন। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, “এদেশ সবার—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান—সবার। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই।” জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য যা কিছু করতে হয়, আমি তার জন্য প্রস্তুত। সমগ্র দেশের সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু প্রয়োজন, সেটি করতে সদা প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে শান্তির এক জায়গায় নিয়ে যেতে চাই। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। এখানে হানাহানি ও বিদ্বেষের স্থান নেই। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একে অপরের বক্তব্য ও মতামতকে সম্মান জানাতে হবে।” এভাবে, জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যে একটি শান্তিপূর্ণ, সহনশীল এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছে।