দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানার ক্যরিয়ার শুরু দক্ষিণী সিনেমা দিয়েই। দক্ষিণী অভিনেত্রী হলেও নিজেকে এই পরিচয় দিতে মোটেও রাজি নন লাস্যময়ী এই অভিনেত্রী। নিজেকে কেবল ভারতীয় অভিনেত্রী হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন তিনি। বলিউডে তাকে বলা হয় ‘জাতীয় ক্রাশ’। অভিনয়, হাসি ও সৌন্দর্য দিয়ে জয় করে আসছেন কোটি তরুণের মন। গত বছর মুক্তি পাওয়া বলিউড সিনেমা অ্যানিমেল-এর নায়িকা ছিলেন তিনি। বহুল আলোচিত এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে ছিলেন রাশমিকা।
অ্যানিমেল ছবির সাফল্যে যখন উড়তে থাকেন রাশমিকা ঠিক তখনই আরেকটা বড় একটা প্রস্তাব পান তিনি। চলতি বছরের শুরুতেই পরিচালক এ আর মুরুগাদোস ঘোষণা করেন ‘সিকান্দার’ সিনেমাটির। এই ছবিরে মাধ্যমে প্রথমবারের মতো সালমানের নায়িকা হিসেবে পর্দায় আসছেন রাশমিকা। ছবিটির ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের শুরুতেই। এরই মধ্যে অনেকখানি শুটিং সম্পন্ন হয়েছে ছবিটির। মাঝখানে সালমান খানের কোমরে তীব্র ব্যথা পাওয়ার কারণে শুটিংয়ে কিছুটা বিলম্ব হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো একটা ঈদে মুক্তি পাবে সালমান-রাশমিকার প্রথম সিনেমা ‘সিকান্দার’।
এভাবে ক্রমেই বলিউডেও নিজের একটা শক্ত জায়গা তৈরি করেছেন তিনি। ইতোমধ্যে অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে কোনো এক রহস্যজনক কারণে আড়ালে ছিলেন রাশমিকা মন্দানা। অনেক দিন ধরেই তাকে সোশ্যাল মিডিয়া এমনকি শোবিজের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। এতে কিছুটা বিচলিত ছিলেন তার ভক্তরা। এবার সে কারণ জানালেন অভিনেত্রী নিজেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাশমিকা সোশ্যাল মিডিয়ায় জানালেন, দুর্ঘটনার শিকার হওয়ায় তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত ছিলেন। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান। এ সময় চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের একটি ছবিও শেয়ার করেছেন রাশমিকা। ক্যাপশনে লেখেন, হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে বা আমাকে জনসমক্ষে দেখা গেছে।
অভিনেত্রী আরও বলেন, ‘গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল (একটি ছোটখাটো) এবং আমি সুস্থ হয়ে উঠছিলাম। ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম। আমি এখন আরও ভালো আছি।’