বর্ণনা: জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রায় সাহেববাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তিস্তাপারের কান্না, আর না আর না’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’—এমন নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জবিস্থ রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সোহাগ আহমেদ বলেন, “আমরা উত্তরবঙ্গের মানুষ মঙ্গা হয়ে জন্ম নেইনি, আমাদের মঙ্গা করে রাখা হয়েছে। আমি এমন এক পরিবারের সন্তান, যার বাবার জমি ছয় মাস পানির নিচে থাকে, যার মা সন্তানকে খাবার দিতে না পেরে কান্না করেন। তাই আমরা চাই, নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।” জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “আমি নিজেও তিস্তাপারের সন্তান। এটা কেবল বক্তব্য নয়, বরং আমার অধিকার। আমরা দেখতে চাই না, কোনো রাজনৈতিক সম্পর্কের নামে আমাদের স্বার্থ বিসর্জন দেওয়া হোক। ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে। ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।” ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরবঙ্গের মানুষের দুঃখ শেষ হবে না। তাই নভেম্বরের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়নের দাবি সারা বাংলাদেশের।” বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও ছাত্র সংগঠনের নেতারাও অংশ নেন। শিক্ষার্থীদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই এখন সময়ের সবচেয়ে বড় দাবি, আর এ দাবিতে তারা ঐক্যবদ্ধ।