গত বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত জাতীয়তাবাদী যুবদল সিলেট শাখার ২৯১ টি বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা শাকের মাহমুদ প্রথম সহ তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক মনোনীত হয়েছেন।
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের শাকের মাহমুদ ইতিপূর্বে ২০১৫ সালে বিয়ানীবাজার উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। মেধাবী এই ছাত্রনেতা দেশ বরেণ্য রাজনীতিবিদ ও কলামিস্টদের লেখনি দিয়ে সাজানো ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ’ নামক একটি গ্রন্থ সম্পাদনা করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী শক্তিকে সংঘবদ্ধ ও সুসংগঠিত করা লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জিয়া টিভি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন।
জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রথম সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শাকের মাহমুদ তার সাক্ষাৎকারে বলেন, আন্দোলন সংগ্রামে থেকেই আমার রাজনীতির শুরু। বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকায় বার বার আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। একইসাথে হয়রানি করা হয়েছে আমার পরিবারকে। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছে। এ দেশের মানুষ স্বৈরাচার থেকে এখন পরিত্রাণ পেয়েছে।