যুক্তরাষ্ট্রের নির্বাচনে কংগ্রেসের সেনেট এবং প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেনন্টেটিভস) ভোটের ফলে দেখা যাচ্ছে, আগামী বছর সেনেটের নিয়ন্ত্রণ থাকবে রিপাবলিকানদের হাতে। আবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও রিপাবলিকানরাই নিতে পারে।
অর্থাৎ, কংগ্রেসের দুই কক্ষেই তাদের জয়-জয়কার হওয়ার পূর্বাভাসই পাওয়া যাচ্ছে ভোটের ফলে। ভোটের দিন মঙ্গলবারেই সেনেট রিপাবলিকানদের দখলে গেছে। ১০০ আসনের এই উচ্চকক্ষে রিপাবলিকানরা পাচ্ছে অন্তত ৫২ আসন কিংবা বেশি হলে ৫৫ আসন তারা পেতে পারে। সেখানে ডেমোক্র্যাটরা পাচ্ছে ৪৪ আসন।
সেনেট রিপাবলিকানদের দখলে থাকা মানেই ট্রাম্প তার ব্যক্তিগত এবং বিচারিক অনেক পছন্দনীয় কর্মসূচিই সেনেটে অনুমোদন করিয়ে নিতে পারবেন।
সেনেটের লড়াইয়ে এখনও কিছু জায়গায় আংশিক ভোট গণনায় ডেমোক্র্যাট প্রার্থী রিপাবলিকান প্রার্থীর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে, আবার কিছু জায়গায় রিপাবলিকান প্রার্থী ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
আর প্রতিনিধি পরিষদের লড়াইয়ে ভোট গণনায় রিপাবলিকানদেরকে সংখ্যাগরিষ্ঠতার দিকে যেতে দেখা যাচ্ছে। যদিও ৩৮ আসনের লড়াইয়ে জয়ী কে তা এখনও ঘোষণা হয়নি।
৪৩৫ আসনের নিম্নকক্ষের এই লড়াইয়ে ২১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার জন্য রিপাবলিকানদেরকে ওইসব আসনের ১০ টিতে জয় পেতে হবে। যেখানে ডেমোক্র্যটদেরকে পেতে হবে ২৯ টিতে জয়।
এখন পর্যন্ত ভোটের ফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদেরকে ২০৮ টি আসন এবং ডেমোক্র্যাটদেরকে ১৮৯ আসন পেতে দেখা গেছে।
প্রতিনিধি পরিষদ (হাউজ) দখলের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে এবং কোন দল জিতবে তা নির্ধারণ করতে আরও কয়েক দিন বা কয়েক সপ্তাহ লাগতে পারে বলে মনে করা হচ্ছে।