গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ হাজার হাজার ৪৬৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ দুই হাজর ৫৬১ জন।
ফিলিস্তিনে ইসরায়েলি এই বর্বরতার প্রতিবাদ ফুটবল মাঠে এ পর্যন্ত বহুবারই জানিয়েছেন সমর্থকরা। এবার ফরাসি ক্লাব পিএসজির সমর্থকরাও এতে শামিল হলেন। তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিলিস্তিনের সমর্থনে বিশাল টিফো নিয়ে হাজির হয়েছেন গ্যালারিতে।
বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পিএসজি। সে ম্যাচে সমর্থকরা বিশাল ব্যানার নিয়ে এসে ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন।
পিএসজি সমর্থক গোষ্ঠী ওতেয়ি কপ এই টিফো প্রদর্শন করে গ্যালারিতে। সেখানে বড় করে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।
তবে ইসরায়েল সমর্থক ফরাসি সরকার বিষয়টি ভালো চোখে নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু রীতিমতো পিএসজিকে নিষিদ্ধ করার হুমকিও দিয়ে বসেছেন।
এই ম্যাচের পর স্থানীয় এক রেডিওর মুখোমুখি হয়েছিলেন তিনি। সে প্রশ্নের জবাবে তিনি বিষয়টাকে উড়িয়ে দেননি একেবারেই।
তিনি জানান, শিগগিরই কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। হোতাইয়ু বলেন, “আমি কোনও কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব।” সূত্র: আল-জাজিরা, রয়টার্স, ইএসপিএন