ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার এবং ৫০০ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে নাসির দলীয় শৃঙ্খলা ও লেজুড়বৃত্তিক সংগঠনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।” তিনি আরও জানান, ছাত্রদল তার নিজস্ব আদর্শে পরিচালিত হলে তাতে কোনো সমস্যা নেই। বরং বামপন্থী ছাত্র সংগঠনগুলো বহুদিন ধরে তাদের মূল দলের আদর্শে রাজনীতি করে আসছে, যা কখনো বিতর্কের জন্ম দেয়নি।
নাসির উদ্দিন নাসির আরও বলেন, “গত ১৫ বছরে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে লেজুড়বৃত্তিক শব্দটি বেশ আলোচিত হয়ে উঠেছে। তবে আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে ছাত্রদল পরিচালিত হওয়া কোনোভাবেই অন্যায় নয়।”
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তিনি। এর মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাসির।
ছাত্রদলের এই পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। এর মাধ্যমে সংগঠনটি নিজেদের ভাবমূর্তি ও কার্যক্রমে শৃঙ্খলা আনতে দৃঢ়প্রতিজ্ঞ বলে ধারণা করা হচ্ছে।