অফলাইনে শামিল হয়ে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল লেকশোরে এক ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপিকে আবারও ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। দলের বিরুদ্ধে অপপ্রচারের এক নতুন তৎপরতা চলছে, তাই এখন অনলাইনের সহযোদ্ধাদের সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, যেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
তারেক রহমান অভিযোগ করেন যে একটি মহল বিএনপি এবং বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক-এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের দেশে একটি জনগণের জন্য দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।” তিনি উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার থাকা নির্বাচনেই বিএনপি বিশ্বাসী, কেননা জবাবদিহি সরকারের অধীনে মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব।
তারেক রহমান আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। নতুন ভোটারদের কাছে বিএনপির লক্ষ্য এবং ৩১ দফা পরিকল্পনা পৌঁছানো প্রয়োজন। তিনি বলেন, “বিএনপি আড়াই বছর আগে রাষ্ট্র মেরামতের একটি পরিকল্পনা দিয়েছিল, যা আজও কার্যকরী।”
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলের নেতারা।