মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি এই করিডোরের কারণে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এই উদ্বেগের কথা জানান। হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমরা জানিই না মানবিক করিডোরের প্রকৃত উদ্দেশ্য কী। এটি কি আমাদের কোনো আগ্রাসনের দিকে ঠেলে দিচ্ছে? কোনো আগ্রাসনের সঙ্গে জড়িত না হয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল এবং তাদের পেছনে জনগণের সমর্থন নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও সেদিকে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। গোলটেবিল বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনা সরকারের ভারতের সঙ্গে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “পরিবেশের ক্ষতি হবে জেনেও এই চুক্তি করা হয়েছে, যার ফলে বাংলাদেশ ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে।” বিএনপির নেতারা মনে করছেন, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে অন্ধকারে রেখে সরকার দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। একইসঙ্গে তারা সরকারের নীতির সমালোচনা করে বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট। এই বৈঠকে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের স্বার্থে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি তোলেন।