ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে অনশন করছেন নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা। বন্দী শিবিরে আটক রাখার প্রতিবাদে সোমবার অনশনে বসেন তারা। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দী শিবিরের নাম মাটিয়া ট্রানজিট ক্যাম্প। ভারতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক রাখার জন্য সবচেয়ে বড় বন্দী শিবির এটি। অনশনরতদের মধ্যে ১০৩ জন রোহিঙ্গা এবং ৩০ জন মিয়ানমারের চিন সম্প্রদায়ের শরণার্থী। তাদের অনেকের জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) দেওয়া শরণার্থী কার্ড রয়েছে।