ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে ১৮টি হলের জন্য মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণে ক্যাম্পাসে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। অমর একুশে হলের জন্য ভাইস প্রেসিডেন্ট পদে মো. আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক পদে শাহনোমান জিওন এবং সহকারী সাধারণ সম্পাদক পদে নূরুল আমিন তায়েব প্রার্থী হয়েছেন। রোকেয়া হলের জন্য ভিপি পদে মোছা. শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক পদে আনিকা বিনতে আশরাফ এবং সহকারী সাধারণ সম্পাদক পদে শ্রাবন্তী হাসান বন্যা মনোনীত হয়েছেন। ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে শেখ রমজান আলী রকি, সাধারণ সম্পাদক পদে হারুন খান সোহেল এবং সহকারী সাধারণ সম্পাদক পদে রাজু চৌধুরী প্রার্থী হচ্ছেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ভিপি পদে আশিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম নাহিদ এবং সহকারী সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জুনায়েদ আবরার মনোনীত হয়েছেন। স্যার এ এফ রহমান হলে ভিপি পদে রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক পদে কাওসার হামিদ এবং সহকারী সাধারণ সম্পাদক পদে মো. মাহমুদুজ্জামান জ্যোতি প্রার্থী হচ্ছেন। শামসুন নাহার হলে ভিপি পদে তায়েবা হাসান বিথি এবং সাধারণ সম্পাদক পদে রাবেয়া খানম জেরিন মনোনীত হয়েছেন। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি পদে সাদিয়া রশিদ এবং সাধারণ সম্পাদক পদে মালিহা বিনতে খান প্রার্থী হচ্ছেন। কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে তাসনিয়া জান্নাত চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে তাওহিদা সুলতানা মনোনীত হয়েছেন। এর আগে ছাত্রদল ডাকসু নির্বাচনের জন্য তাদের প্যানেল ঘোষণা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে সহসভাপতি, কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহসাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়ে শূন্য রাখা হয়েছে। তন্বী এই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ছাত্রদল জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে জোরদার প্রস্তুতি। দীর্ঘ সময় পর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ায় শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে এই নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ।