বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ ফোবানা সম্মেলন এ বছর যুক্তরাষ্ট্রের আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজন হয়ে উঠেছিল বাংলাদেশি সংস্কৃতি, সাহিত্য, সংগীত ও প্রজন্মের সেতুবন্ধনের মিলনমেলা।
আয়োজক ও নেতৃত্ব
Masud Rob Chowdhury – চেয়ারপারসন, সার্বিক তত্ত্বাবধায়ক
Abir Alamgir – নির্বাহী সচিব, অনুষ্ঠান ও সাংগঠনিক দিক
Nahidul Khan Sahel – আহ্বায়ক, শিল্পী ও অতিথি সমন্বয়
Mahbubur Rahman Bhuiyan – সদস্য সচিব, কার্যক্রম বাস্তবায়ন
Maula Dilu ও Kazi Nahid – সাংস্কৃতিক ও লজিস্টিক সমন্বয়
এছাড়া, ফোবানার আহ্বায়ক Nahidul Khan Sahel জানান, আটলান্টা পূর্বে চারবার এই আয়োজন করেছে, তবে এবারের জমকালো আয়োজন সব রেকর্ড ভেঙে দিয়েছে।
উদ্বোধনী দিনে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত। মুহূর্তেই দাঁড়িয়ে পড়েন হাজারো প্রবাসী। অনেকে আবেগে আপ্লুত হয়ে জানান, বিদেশের মাটিতে এই সুর শোনার অনুভূতি ছিল অনন্য। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীতও পরিবেশিত হয়।
প্রথম দিনের ব্ল্যাকটাই ডিনারে অংশ নেন জর্জিয়ার মূলধারার রাজনীতিবিদরা। বক্তৃতা দেন সিনেটর শেখ রহমান ও সিনেটর নাবিলা ইসলামসহ অনেকে। তারা বাংলাদেশি আমেরিকানদের নেতৃত্বের অগ্রযাত্রা ও অবদানের কথা তুলে ধরেন।
সম্মেলনে প্রবাসী কবি-সাহিত্যিকদের কাব্যজলসা, সংগীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, ইয়ুথ ফোরাম ও বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়। ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা বলেন, “নতুন প্রজন্মের অংশগ্রহণ এবার সবচেয়ে আনন্দের।” শিল্পপতি গোলাম ফারুক ভুইয়া জানান, “এই মেলা আমাদের দূরত্ব কমায়, মনে হয় আমরা সবাই একই পরিবারের।”
হোস্ট কমিটির সভাপতি ডিউক খান, কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভুইয়া, কাজী নাহিদ ও এম মৌলা দিলু সম্মেলন সফল করতে দায়িত্ব পালন করেন। ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী ও সেক্রেটারি আবীর আলমগীর সার্বিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন।
বাংলাদেশ ও প্রবাসের শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও ব্যবসাকে একত্রিত করে ফোবানা সম্মেলন প্রমাণ করেছে—প্রবাসের ভিড়ে শেকড়ের টান আজও অটুট।